প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলার আদর্শ ২নং রিচি ইউনিয়ন অফিসের জায়গা দখলকারীদের বিরুদ্ধে ইউনিয়নের সাধারণ মানুষ রুখে দাড়ানোর ঘটনায় কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন ইউপি চেয়ারম্যান মিয়া মোঃ ইলিয়াছ ও পরিষদের সদস্যগন। একই সাথে রিচি গ্রামের নাম ভাঙ্গিয়ে কতিপয় ব্যক্তি ইউনিয়ন অফিসের জায়গা দখলকাজে নেতৃত্ব প্রদান করায় রিচি গ্রামের পঞ্চায়ত কমিটির বৈঠকে নিন্দা জানানোয় এবং ভবিষ্যতে ইউনিয়ন অফিসের জায়গা দখলকারীদের তালিকায় রিচি গ্রামের কারো নাম আসলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নেয়ায় রিচি গ্রামবাসীর প্রতিও তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন। রিচি ইউনিয়নের যে কোনো স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ প্রকাশ করেছেন ইউনিয়ন চেয়ারম্যান মিয়া মোঃ ইলিয়াছ।