স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার কাদিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানি করায় নিঝুম বর্মণ (২৪) নামের এক কলেজ ছাত্র বখাটেকে ১ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকালে ইউএনও’র কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত তাকে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও সন্দীপ কুমার সিংহ এ দন্ডাদেশ দেন। নিঝুম দৌলতপুর ইউনিয়নের উমরপুর গ্রামের নিতিশ বর্মণের পুত্র। সে বিবিয়ানা মডেল কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্কুলে আসা-যাওযার পথে ওই ছাত্রীকে যৌন হয়রানি করছে বখাটে নিঝুম। স্কুল কর্তৃপক্ষ তার অভিভাবকের দ্বারস্থ হলেও বখাটেপনা থামেনি। গত সোমবার বিকালে স্কুল থেকে বাড়ি ফিরছিল ছাত্রী। এ সময় রাস্তায় ওই ছাত্রীকে আটকিয়ে সে যৌন হয়রানি করে। পুলিশ মঙ্গলবার সকালের দিকে বখাটে নিঝুমকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে।