নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পুকুরে ডুবে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামে এ ঘটনাটি ঘটেছে। সে ওই গ্রামের সাহেব আলীর মেয়ে সুমি বেগম (১২)।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে সময় সুমি বাড়ীর পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে যায়। পুকুরে ডুব দিয়ে সে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান পাওয়া যায়নি। প্রায় ঘণ্টাখানেক পর পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।