স্টাফ রিপোর্টার, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাটে ৩৫ বছর পর পুরনো ঐতিহ্যে পালিত হলো শাহ গাজী (রঃ) এর পবিত্র ওরশ। ৩দিন ব্যাপি ওরশের শেষদিন ছিল রবিবার। ওরশ উপলক্ষে গাজীপুর ইউনিয়নের মোকামঘাট নামক স্থানে গাজী-কালু মাজার প্রাঙ্গনে বসেছিল মেলা। মেলায় চুনারুঘাট-মাধবপুর আসনের সংসদ সদস্য এডঃ মাহবুব আলীসহ অংশ নেন হাজার হাজার মানুষ। স্বাধীনতার পর কয়েক বছর জাঁকজমক ভাবে ওই ওরশ পালিত হলেও এলাকার কিছু বখাটে-মাতালের কবলে পড়ে ওরশ পালন নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। কালের আবর্তে ঢাকা পড়ে ঐতিহ্য। চলে যায় দীর্ঘদিন। এলাকার কিছু মানুষ ওরশের ঐতিহ্য ফিরিয়ে আনতে চেষ্টা চালান কিন্তু খাদেম দাবীদারদের রেষা-রেষিতে দেখা দেয় বিশৃংখলা। এ অবস্থায় উপজেলা প্রশাসন বিষয়টির প্রতি নজর দেন। চুনারুঘাট উপজেলার তৎকালিন নির্বাহী কর্মকর্তা মোঃ মুজিবুর রহমান সমাজ সেবা কর্মকর্তাকে আহবায়ক, থানার ২য় কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউপি সদস্য, সাংবাদিক নুরুল আমিন ও ইউপি সচিবকে সদস্য সচিব করে ৮ সদস্য বিশিষ্ট ‘মাজার পরিচালনা ও ব্যবস্থাপনা’ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেন। ওই কমিটির প্রচেষ্টায় চলতে থাকে ওরশ মাহফিল ও ফকিরী মেলা। ওই ওরশকে আরো প্রানবন্ত করতে মাজার পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটি- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীরের উপস্থিতিতে ১৪০২ বঙ্গাব্দের জন্য স্থানীয় চেয়ারম্যানকে আহবায়ক করে ৯ সদস্য বিশিষ্ট ‘ওরশ উৎযাপন কমিটি’ গঠন করেন। এতে ফিরে আসে ওরশের ঐতিহ্য। গত ১৬, ১৭ ও ১৮ জানুয়ারী ব্যাপক উৎসাহ ও ধর্মীয় উদ্দিপনার মাঝে ওরশ পালিত হয়। ওরশে সাধক, ফকির ও ভক্ত-আশেকানদের ব্যাপক সমাগম ঘটে।