মাধবপুর প্রতিনিধি ॥ পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে হবিগঞ্জের মাধবপুর পৌরসভায় বন্যাক্রান্ত দুঃস্থ ও হতদরিদ্র ৪ হাজার ৬২১টি পরিবারের মধ্যে প্রায় ৪৬ মেঃ টন চাউল বিরতণ করা হয়েছে। মঙ্গলবার সকালে পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা চাউল বিতরণ উদ্ভোধন করেন। এ সময় পৌর সচিব মোঃ ইসহাক ভূঞা, নির্বাহী প্রকৌশলী রতœাংকুর দাস, সহকারী প্রকৌশলী মোঃ সহিদুল ইমলাম, উপ-সহকারী প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম কয়েস, কাউন্সিলর অজিত কুমার পাল, আবুল বাশার, বাবুল হোসেন, আব্দুল হাকিম, ইসরাত জাহান ডলি, বিশ্বজিত দাস, লাল মিয়া ও স্বপ্না পাল উপস্থিত ছিলেন।