স্টাফ রিপোর্টার ॥ সংসদ সদস্য অ্যাডভোকেট মো: আবু জাহির বলেছেন, বর্তমান সরকার দরিদ্র জনগণের জন্য ১০ টাকা কেজি দরে চাল বরাদ্দের উদ্যোগ নিয়েছে। কার্ডের মাধ্যমে এ সপ্তাহ থেকেই ১০ টাকা কেজি করে চাল বরাদ্দের কার্যক্রম শুরু হচ্ছে। হবিগঞ্জ পৌরসভার উদ্যোগে পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে দরিদ্র মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির এ কথাগুলো বলেন। তিনি হবিগঞ্জ পৌরসভার ৬ টি কেন্দ্রে ভিজিএফের চাল বিতরণ কমসূচির উদ্বোধন করেন। উদ্বোধনকালে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন বর্তমান সরকার দরিদ্র জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। তিনি বলেন বর্তমান সরকার বিনামূল্যে লেখাপড়ার সুযোগ করে দিয়েছে। তাই সকলের উচিত তাদের সন্তানদের স্কুলে পাঠানো। এডভোকেট মোঃ আবু জাহির বলেন জননেত্রী শেখ হাসিনার সরকার দরিদ্র মানুষের আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন কর্মসূচী চালিয়ে আসছে। বিনামূল্যে লেখাপড়া করার সুযোগ সৃষ্টি করা ছাড়াও বয়স্ক ভাতা, বিধবা ভাতা, কমিউনিটি ক্লিনিক চালুর মাধ্যমে স্বাস্থ্য সেবা নিশ্চিত করাসহ নানা কর্মসূচি পালনের ফলে দেশে দরিদ্র মানুষের সেবা নিশ্চিত হয়েছে। তিনি জঙ্গি, সন্ত্রাসী ও যারা টাকা দিয়ে ভোট কিনতে চায় তাদের ব্যাপারে সতর্ক থাকার জন্য সকলের প্রতি আহবান জানান। চাল বিরতণ কর্মসূচী উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাস, পৌর কাউন্সিলর মোঃ আবুল হাসিম, মোঃ জাহির উদ্দিন, মোহাম্মদ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, শেখ নূর হোসেন, মোঃ আলমগীর, শেখ মোঃ উম্মেদ আলী শামীম, পিয়ারা বেগম, অর্পনা বালা পাল, পৌর কর্মচারী সংসদের সভাপতি সিদ্ধার্থ বিশ্বাস, সাধারণ সম্পাদক মহিবুর রহমান দুলন, উমেদনগর পৌর হাই স্কুলের প্রধান শিক্ষক এম এ জলিল, বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান খান, নুরুল আমীন ওসমান, হুমায়ূন কবির রেজা প্রমুখ।