নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বক্তারপুর গ্রামে প্রভাতী গ্রাম মৈত্রী সংস্থার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেন, বর্তমান জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পদক্ষেপে স্থানে স্থানে উন্নয়নমুখী শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠছে। তাই আজ নারীরা ঘরে বেকার বসে না থেকে শিল্প প্রতিষ্ঠানে কাজ করে উন্নয়নের চাকা ঘুরাচ্ছে। এতে করে তারা যেমনটা লাভবান হচ্ছেন সেই সাথে দেশও এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, এ সংস্থা নারীদের উন্নয়নে কাজ করছে। নারীদের স্বার্থে আরও ব্যাপকভাবে কাজ কারার জন্য তাদেরকে বরাদ্দ দেব। এ বরাদ্দ পেয়ে সংস্থাটি সেলাই মেশিন ক্রয় করে বেকার নারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করে দিবে।
এমপি কেয়া চৌধুরী বলেন, উপজেলার ইনাতগঞ্জের কাজীরবাজার হতে মার্কুলী পর্যন্ত ২৩ কিলোমিটার রাস্তা সংস্কারে ব্যবস্থা করেছি। ইতোমধ্যে বন্দের বাজার রাস্তার সংস্কার শুরু হবে। এছাড়া নাদামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে একটি ভবন নির্মাণে কাজ করছি। সভায় বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ সিলেট জেলার সহ-সভাপতি সালমা বাছিত, দপ্তর সম্পাদক হাসিনা মহিউদ্দিন শিরু, ইনাতগঞ্জ মহিলা আওয়ামীলীগ সভাপতি মাজিদা মজিদ, ৩নং ইনাতগঞ্জ আওয়ামীলীগ সভাপতি আব্দুল মালিক, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ নিজামুল ইসালাম চৌধুরী, সিলেট চেম্বার অব কর্মাস পরিচালক এমদাদ হোসেন, সাবেক সভাপতি আজিজুর রহমান, জাসদ ইনু গ্র“পের কেন্দ্রীয় সদস্য শামীমা আক্তার, প্রভাতী গ্রাম মৈত্রী সংস্থার সভাপতি পারভেজ আহমদ, সাবেক মেম্বার আসাদ উদ্দীনসহ এলাকার মুরুব্বিয়ান, আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।