চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে বাড়ী থেকে ডেকে নিয়ে রাতের আঁধারে খালেদ মজুমদার (৩০) নামের এক স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে উপজেলার দেওরগাছ ইউনিয়নের ঝুড়িয়া গ্রামে। ওই স্কুল শিক্ষককে কারা, কি কারণে হত্যা করেছে এ রহস্যের কোল-কিনারা নেই। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হত্যাকান্ডের মোটিভ উদঘাটনের চেষ্টা করছে। নিহতের বাবার নাম আব্দুর রউফ মজুমদার। পুলিশ ও এলাকাবাসীরা জানান, ঝুড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক খালেদ ঘটনার দিন রাতে বাড়ীতে ছিলেন। এ সময় তার মোবাইলে ফোন আসলে তিনি ঘর থেকে বের হন। এর পর থেকে তিনি নিখোঁজ থাকেন। পরদিন গতকাল সোমবার বাড়ী থেকে প্রায় ২ কিলোমিটার দুরবর্তী ময়নাবাদ গ্রামের একটি কবরস্থানে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন গ্রামবাসী। এ সময় খালেদ জীবিত ছিলেন। খবর পেয়ে আত্মীয়রা খালেদকে উদ্ধার করে ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। দুপুরে পুলিশ খালেদের মরদেহ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে। তার মাথা, মুখমন্ডল, হাত-পা ও নাক-কান থেতলানো ছিল। ডান কানটি ছিল কাটা অবস্থায়। স্কুল শিক্ষক খালেদ মজুমদারের হত্যা কান্ড নিয়ে এলাকার লোকমুখে নানা ধরণের কথাবার্তা শোনা যাচ্ছে। কেউ কেউ বলছেন- ময়নাবাদ গ্রামের প্রবাসী শারফিন চৌধুরীর ৭ম শ্রেণীর পড়–য়া কন্যাকে প্রাইভেট পড়ানোর সুবাদে ওই পরিবারের সাথে তার গভীর সম্পর্কের সৃষ্টি হয়। এরপর থেকেই খালেদ প্রায়শই রাত বিরাতে ময়নাবাদ গ্রামে আসা-যাওয়া করতেন। তার অবাদ চলাফেরা তার স্কুল শিক্ষিকা স্ত্রী জান্নাতুল ফেরদৌস ভাল চোখে দেখতেন না। এ বিষয়ে স্বামীকে তিনি হর-হামেশাই শাসাতেন। নিহতের পিতা আব্দুর রউফও খালেদকে ময়নাবাদ গ্রামে না যাওয়ার জন্য নিষেধ করতেন। কিন্তু কোন নিষেধ তিনি আমলে নেননি। গ্রামবাসী জানান, নিহতের স্ত্রী জান্নাতুল ফেরদৌস বিয়ের আগে সনাতন ধর্মের অনুসারী ছিলেন। অপর একটি সূত্র জানায়, স্কুল শিক্ষক খালেদের সাথে এলাকার অনেকেরই নানা বিষয়ে বিরোধ ছিল। তবে কি কারণে খালেদকে খুন করা হয়েছে তা এখনো পরিস্কার নয়। ঘটনার পর চুনারুঘাট থানার ওসি শেখ কবিরুল ইসলাম ও প্রথম সেবা পত্রিকার সম্পাদক কামরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চাঞ্চল্যকর এ হত্যা কান্ড নিয়ে চুনারুঘাটের সর্বত্র চলছে নানা আলোচনা।