মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে বাসের ধাক্কায় সাগর মিয়া নামে ৫ বছরের এক শিশু নিহত হয়েছে। নিহত সাগর মিয়া চুনারুঘাট উপজেলার শিবকান্দি গ্রামের আমীর আলীর ছেলে। গতকাল দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলা সদরের কলেজপাড়া নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে সাগর মিয়া সড়ক পারাপারের সময় হবিগঞ্জ থেকে ছেড়ে আসা মাধবপুরগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। সাগরের পরিবার সূত্রে জানা গেছে, ৩ দিন আগে মায়ের সঙ্গে সে মাধবপুর সদরের কলেজ পাড়ার নানার বাড়িতে বেড়াতে আসে। পুলিশ ঘাতক বাসটি আটক করেছে।