স্টাফ রিপোর্টার ॥ উমেদনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বর্তমান সভাপতি জালাল খান। এতে বিশিষ্ট মুরুব্বি হাজী মো: ইউনুছ মিয়া, ইউনুছ আলী, কাউন্সিলর আবুল হাসিম, নোমান আহমেদ, ফজলুল হক ফজলু, বারর সর্দার সোনা মিয়া, বেনু মিয়া, আব্দুর রশিদ খানসহ বিশিষ্ট মুরুব্বিগণ উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে হাজী মো: ইউনুছ মিয়াকে ম্যানেজিং কমিটির সভাপতি ও মো: সোনা মিয়া সর্দারকে সহ-সভাপতি নির্বাচিত করে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করা হয়।