প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল উচ্চ বিদ্যালয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সামসুল হক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আহমদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং পইল ইউপির চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ। এতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হালিম, জালাল উদ্দিন, রনধীর কুমার ধর, কুতুব উদ্দিন, শরিফ উদ্দিন, আরিফুল ইসলাম, আব্দুল মমিন, মিতা দেব, লুৎফুর নেছা, সুমায়ুন ইসলাম প্রমুখ। অনুষ্টান পরিচালনা করেন স্বপন অধিকারী। এছাড়া সভায় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।