প্রেস বিজ্ঞপ্তি ॥ সারা দেশের ন্যায় নবীগঞ্জ রাগীব রাবেয়া স্কুল এন্ড কলেজে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর ১টায় কলেজ প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ এনামুল হক এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার। বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ সহকারি কমিশনার (ভূমি) জিতেন্দ্র কুমার দেবনাথ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাদেকুল হোসেন। প্রভাষক সাইদুল হাসানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, সহকারি প্রধান শিক্ষক সুফায়েল আহমেদ, প্রভাষক মোশাহিদ আহমেদ, আনোয়ার হোসেন, সহকারি শিক্ষক মিজানুর রহমান, শংকর চন্দ্র দত্ত, বীর মুক্তিযোদ্ধা বশির আহমেদ, সুশেল আহমেদ, আবু ফজল, অনু মিয়া প্রমূখ। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার বলেন, দেশের অগ্রযাত্রাকে রুখতে আজ দেশ বিরোধী চক্রান্ত চলছে। তাই সকলকে ঐক্যবদ্ধভাবে এই চক্রান্ত মোকাবেলা করতে হবে। জঙ্গিবাদ ও সস্ত্রাস নির্মূলের জন্য ছাত্র-শিক্ষক-অভিভাবক আলিম ও উলামাসহ সকল শ্রেণীর মানুষকে এক কাতারে আসতে হবে। তিনি বলেন, বাল্য বিয়ের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।