প্রেস বিজ্ঞপ্তি ॥ বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম (বসাফো)-এর হবিগঞ্জ সদর উপজেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি হবিগঞ্জের সুরবিতান প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত এক পরামর্শ সভায় কাজল আহমেদকে আহবায়ক ও সুবীর কান্তি রায়কে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। পরামর্শ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক শামীম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কমিটির আহবায়ক সিদ্ধার্থ বিশ্বাস ও সদস্য সচিব মোঃ আবুল ফজল। আরো উপস্থিত ছিলেন জেলা কমিটির যুগ্ম আহবায়ক ইয়াছিন খান, সদর উপজেলা কমিটির যুগ্ম আহবায়ক শহীদুল ইসলাম শহীদ ও মোঃ আব্দুল হামিদ। এ আহবায়ক কমিটি পরবর্তীতে পূর্নাঙ্গ কমিটি গঠন করবে বলে জেলা কমিটির একটি সুত্র জানিয়েছে।