প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস ও তার উপর মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় ৫ বছরের সাজা বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। গতকাল বিকাল ৪টায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজহারুল হকের নেতৃত্বে মিছিলটি শিল্পকলা একাডেমি থেকে বেবিস্ট্যান্ড মোড় হয়ে কলাপাতা হোটেলের সামনে এক পথসভায় মিলিত হয়। সৈয়দ আজহারুল হকের সভাপতিত্বে ও জেলা সিনিয়র সদস্য আব্দুল বারিক লিটনের পরিচালনায় বক্তব্য রাখেন, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইলিয়াছ আলী, অভি আহমেদ, সোহেল আহমেদ, আলাউদ্দিন মোল্লা, যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান, যুগ্ম আহ্বায়ক শাহ মোশাররফ, পৌর যুগ্ম-আহ্বায়ক অপু মির্জা, যুগ্ম আহ্বায়ক মিজান আহমেদ, অভি, আবুল, সাহরাজ, মহিবুর প্রান্ত, আরিফ, লিমন, সিয়াম, রাকিব, রুবেল, হৃদয়, আলিম, নাজিম, সুজন, সুমন, সানি, ফয়সল, সিজিল, সাকিব, ইপ্তি, লিটন, সোহাগ, সাবির, শশি, সামি, রেদোয়ান, হুজাইফুল, নাহিদ, তামিম, মারশাদ, আরিফ, রুকন, সোহেল মিয়া, সাহিন, সৌরভ, জুয়েল, রাজন, ইশান প্রমূখ। বক্তারা অবিলম্বে তারেক রহমানের উপর ষড়যন্ত্রমূলক সাজা বাতিলের দাবী জানান।