স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে গ্রাম পুলিশের কাজের গতি বৃদ্ধির লক্ষ্যে যাতায়াত সহায়ক হিসেবে ১৩টি বাইকেল বিতরণ করা হয়েছে। এর পূর্বে জননেত্রী শেখ হাসিনা সরকারের কাছ থেকে ৭০ হাজার টাকা বরাদ্দ নিয়ে আসেন এমপি কেয়া চৌধুরী। এ বরাদ্দের টাকায় ১৩টি বাইকেল ক্রয় করা হয়। শনিবার জেলার নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নের গ্রাম-পুলিশের হাতে এসব সাইকেল আনুষ্ঠানিকভাবে তুলে দেন এমপি কেয়া চৌধুরী।
এ সময় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেন, অপরাধ দমনে থানা পুলিশ কঠোরভাবে কাজ করছে। তার সাথে অপরাধ দমনে থানা পুলিশকে নানাভাবে সহায়তা করছে গ্রাম পুলিশ। ইউনিয়ন পর্যায়ে গ্রাম পুলিশের কাজের গতি আরও বৃদ্ধি করতে হবে। এজন্য জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের কাছ থেকে বরাদ্দ এনে তাদেরকে (গ্রাম পুলিশকে) বাইসাইকেল ক্রয় করে দিয়েছি। তাদের কাজে এ সাইকেল সহায়তা করবে।
এ সময় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রিজভী আহমদ খালেদ, আওয়ামীগীগ নেতা শুধাংশু দত্ত, আব্দুল হাকিম, দীপ্তেন্দু দাশ গুপ্ত, জিলু মিয়া, অলিউর রহমান, মোঃ মুজিবুর রহমান, ভানু লাল দাস, এসআই পলাশ চন্দ দাশ, মোঃ আমিরুল ইসলাম, মনিরুল ইসলাম, ছলিম আহমদ, শেখ ইউনুস মিয়া, জাহাঙ্গির মিয়া, সুনাফর আলী, হেলাল আহমদ, আব্দুল হানিফ প্রমুখ।