আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে ক্ষমতাসীন দলের নাম ভাঙ্গিয়ে সরকারী খাস ভূমি দখলে লিপ্ত হয়েছে একদল ভূমিদস্যু। এদিকে সরকারী দলের নাম ভাঙ্গিয়ে যে কেউ সরকারী খাস ভূমি দখলের চেষ্টা করলে প্রশাসনকে গ্রেফতারের নির্দেশ দেন এম.পি মজিদ খান।
জানা যায়, আজমিরীগঞ্জ সদরের নৌ টার্মিনালের দক্ষিণ দিকের সরকারী খাস ভূমিতে কুনজর পড়ে সরকারী দলের ১০/১৫জনের। চক্রটি মাটি ভরাট শুরু করে। এদিকে নৌ টার্মিনাল রোড সংলগ্ন এলাকায় দীর্ঘদিন যাবৎ শতাধিকক বাঁশ ব্যবসায়ী ব্যবসা করে জীবীকা নির্বাহ করে আসছিল। গত শুক্রবার সকাল ১১ টার দিকে ভূমিদস্যুগণ ওই স্থানে বাশেঁর খুটি পুতে বাঁশ ব্যবসায়ীগণকে অন্যত্র সরে যাবার হুমকী দেয়। এ নিয়ে ব্যবসায়ীদের মাঝে চাঁপা আতংক উত্তেজনা বিরাজ করে। বাঁশ ব্যবসায়ীগণ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতর আলী মিয়াকে বিষয়টি অবহিত করে।
এদিকে গতকাল শনিবার আজমিরীগঞ্জ-বানিয়াচং আসনে সংসদ আলহাজ্ব আব্দুল মজিদ খান দলীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য আজমিরীগঞ্জ আসলে দলীয় নেতাকর্মী সহ বাঁশ ব্যবসায়ীগণ অবৈধ দখলবাজ, ভূমিদস্যুদের বিষয় অবহিত করেন। সন্ধ্যার পর আজমিরীগঞ্জ মধ্য বাজারে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতর আলী মিয়ার সভাপতিত্বে এক পথ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজমিরীগঞ্জ-বানিয়াচং আসনে সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মজিদ খান ক্ষমতাসীন দলের নাম ভাঙ্গিয়ে যে কোন চক্র বেআইনী ভাবে সরকারী খাস ভূমি, জলাশয় দখলের চেষ্টা করলে প্রশাসনকে কঠোর ভাবে তাদের বিরুদ্ধে নেয়ার নির্দেশ দেন। এবং বাঁশ ব্যবসায়ীদেরকে নির্বিগ্নে ব্যবসা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।