স্টাফ রিপোর্টার ॥ আর মাত্র ১০ দিন পর পবিত্র ঈদ-উল আজহা। অনেকেই বলে থাকেন কোবানীর ঈদ। কোরবানীর ঈদে গরু-ছাগল সহ পশু কোরবানী করা হয়। গতকাল ছিল হবিগঞ্জ শহরের প্রধান গরুর বাজারের হাট বার। কিন্তু বাজারে তেমন গরু বা ছাগল লক্ষ্য করা যায়নি। হাটবারে গরুর বাজার ছিল ফাকা। কোরবানীর প্রথম হাটে গরু নেই, মানুষ নেই। দেখা গেছে কয়েকটি ছাগল ছানা। সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্যবসায়ীরা কিছু ছাগল নিয়ে বসে আছেন। গরুর পাইকাররা বলেন, মানুষ নেই গরু এনে কি হবে ? গরুর দালালরাও হতাশার মাঝে দিন কাটিয়েছে। তবে এবার গরুর দাম কিছুটা হতে পারে বলে অনেকে ধারণা করছেন।