স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ ডিগ্রি কলেজে ইংরেজী বিষয়ে প্রভাষক নিয়োগে অনিয়মের অভিযোগে এমপি এডভোকেট আব্দুল মজিদ খান ও কলেজের অধ্যক্ষ বিশ্বজিৎ পালসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নিয়োগ পরীক্ষায় ১ম স্থান অধিকারী আজমিরীগঞ্জ উপজেলার আজিমনগর গ্রামের মৃত তাজিম উল্লার ছেলে মানিকুজ্জামান বাদী হয়ে বিজ্ঞ আদালতে গতকাল এ মামলাটি দায়ের করেন। মামলায় অপর আসামীরা হলেন-কলজের গভর্ণিং বডির বিদ্যুৎসাহী ও নিয়োগ বোর্ড সদস্য মোঃ মনোয়ার আলী, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. হিমাদ্রী শেখর রায়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি সরকারি বৃন্দাবন কলেজের সহযোগি অধ্যাপক আব্দুল হামিদ, আজমিরীগঞ্জ ডিগ্রী কলেজের বিদ্যুৎসাহী সদস্য মিসবাহ্ উদ্দিন ভূঞা, বিদ্যুৎসাহী সদস্য আতর আলী, অভিভাবক সদস্য ফজলু মিয়া, অভিভাবক সদস্য আব্দুল আউয়াল, অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম, গভর্ণিং বডির শিক্ষক প্রতিনিধি জীবন কুমার চন্দ্র, গভর্ণিং বডির শিক্ষক প্রতিনিধি মানিক লাল চৌধুরী, গভর্ণিং বডির শিক্ষক প্রতিনিধি তপন লাল কর্মকার, গভর্ণিং বডির সদস্য মোছাঃ নজিবুন্নেছা, সুনামগঞ্জের শাল্লা উপজেলার ঘুঙ্গিয়ারগাও বাজারের প্রভাত রঞ্জন দাসের ছেলে কল্যাণ ব্রত দাস ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহা-পরিচালক। মামলার প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহা-পরিচালক ও নিয়োগপ্রাপ্ত প্রভাষক কল্যাণ ব্রত দাসকে ৩দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছেন বিজ্ঞ আদালত।
মামলার এজাহারে বাদী মানিকুজ্জামান উল্লেখ করেন, আজমিরীগঞ্জ ডিগ্রী কলেজের ইংরেজী প্রভাষক (শূণ্য) পদে তিনি আবেদন করেন। ১৩ মে হবিগঞ্জ সরকারি মহিলা কলেজে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় মোঃ মানিকুজ্জামান প্রথম স্থান অধিকার করেন। কিন্তু কলেজের অধ্যক্ষ বিশ্বজিৎ পাল ও গভর্নিং বডির সভাপতি সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খান প্রথম স্থান অধিকারী মোঃ মানিকুজ্জামানকে শূণ্য পদে নিয়োগ না দিয়ে ডিগ্রী শাখার সৃষ্ট পদে নিয়োগপত্র দেন এবং দ্বিতীয় স্থান অর্জনকারীকে শুন্য পদে নিয়োগ দেন। এ অনিয়মের বিরুদ্ধে কলেজের বিদ্যুতসাহী ও নিয়োগ বোর্ডের সদস্য উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মনোয়ার আলী ও মামলার বাদি মানিকুজ্জামান কলেজের অধ্যক্ষ বিশ্বজিৎ ও সভাপতি এডভোকেট আব্দুল মজিদ খান এমপির বিরুদ্ধে ১৮ জুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালকের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগটি জাতীয় বিশ্ববিদ্যালয় আমলে না নেয়ায় মানিকুজ্জামান আদালতের শরণাপন্ন হন এবং মামলা দায়ের (মামলা নং-৩৬/১৩) করেন।