স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে হাতি দিয়ে চাঁদাবাজি শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকালে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ গ্রামের মাউথ কলমদর মিয়া হাতি নিয়ে শহরের বেবিষ্ট্যান্ড, শায়েস্তানগর ও হাসপাতালের প্রধান ফটকের বিভিন্ন দোকানে চাঁদা তুলে। ব্যবসায়ীরা অভিযোগ করেন টাকা না দিলে হাতি দোকানের মূল্যবান জিনিস নষ্ট করে ফেলে। এমনকি তাদেরকে ভয় দেখায়। ভয়ে তারা টাকা দিতে বাধ্য হয়। গতকাল শুক্রবার সকালে এ দৃশ্য দেখা যায়।