বানিয়াচং প্রতিনিধি ॥ বিএনপির ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী বানিয়াচং উপজেলা বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন বলেছেন, গণতন্ত্র হত্যা করে জঙ্গিবাদ রুখা যাবেনা। তিনি আরও বলেন যতক্ষণ পর্যন্ত গণতন্ত্র দেশে না আসবে ততক্ষণ পর্যন্ত উগ্রবাদ বন্ধ করা যাবেনা। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় স্থানীয় জনাব আলী ডিগ্রি কলেজ মিলনায়তনে বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুলের পরিচালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহসভাপতি মজিবুল হোসেন মারুফ, যুগ্মসম্পাদক মহিবুর রহমান বাবলু, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বশীর আহমদ, বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ খালেদ মিয়া, যুবদল সভাপতি শেখ আমির হোসেন, বিএনপি নেতা মতিউর রহমান মতু, কৃষকদল সভাপতি ইয়াহিয়া খান, যুবদল সেক্রেটারী দেলোয়ার হোসেন, কলেজ ছাত্রদল সভাপতি সোহেল আহমদ, ছাত্রদল নেতা আল আজাদ জাবেদ, শরীফ উদ্দিন ঠাকুর, মজনু মিয়া, সোয়েম আহমদ, বানিয়াচং উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারী ওয়ারিশ উদ্দিন খান, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মখলিছউর রহমান আবু, সহদপ্তর সম্পাদক কবির আহমেদ, বিএনপি নেতা লুৎফুর রহমান, আনসার আলী, আব্দুর রউফ, শাহজাহান, মোশাররফ হোসেন, মহিলা দল নেত্রী তানিয়া খানম, মৎস্যজীবিদল সভাপতি মুতি মিয়া, মাহমুদুল হাসান ধন মিয়া, ছাদেক আহমেদ, শফিকুল ইসলাম প্রমুখ। সভায় পবিত্র কোরআন তেলয়াত করেন উলামাদল নেতা মতিউর রহমান।