স্টাফ রিপোর্টার ॥ জীবিত মাকে মৃত দেখিয়ে জাল দলিল সৃষ্টি করে ভূমি আত্মসাতের অভিযোগে ছেলেসহ ৩জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন মা। মামলার বাদী মা হলেন-পূর্বপইল গ্রামের মৃত জৈন উল্লার স্ত্রী আলাবানু। আসামীরা হলেন-আলাবানুর ছেলে আব্দুল আহাদ, তার সহযোগী একই গ্রামের মৃত আনজব আলীর ছেলে রফিক মিয়া ও সাবরেজিস্ট্রি অফিসের ডিডরাইটার সুরাবই ভঙ্গর হাটি গ্রামের আনজব আলীর ছেলে খেলু মিয়া।
মামলার এজাহারে আলাবানু উল্লেখ করেন, ২০১২ সালের ২৮ নভেম্বর তার স্বামী মারা যান। এর পর থেকেই ছেলে আব্দুল আহাদসহ অন্যান্য আসামীরা তার সম্পত্তি আত্মসাতের পায়তারায় লিপ্ত হয়। বিগত ২০১২ সালের ১০ ডিসেম্বর সাবরেজিস্টার অফিসের দুর্নীতিবাজ কর্মচারীদের সহযোগিতায় ছেলে আব্দুল আহাদ তার মৃত পিতার পূর্বের ছবি সংযুক্ত করে এবং মা আলাবানুকে মৃত দেখিয়ে অন্য লোকের টিপসই নিয়ে জাল দলিল সৃষ্টি করে ভূমির নামজারী করেন। পরে আব্দুল আহাদ বাদী হয়ে মা আলাবানুকে আসামী করে ১৪৪ধারায় আদালতে মামলা করেন। বিজ্ঞ আদালত কাগজপত্র পর্যালোচনা করে মামলাটি নথিভূক্ত করেন। পরে আলাবানু দুদকে এ ব্যাপারে অভিযোগ প্রদান করেন। দুদকে কোন অগ্রগতি না হওয়ায় পরে আলাবানু বাদী হয়ে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল আদালতে মামলা দায়ের করেন। মামলার বিষয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দেয়ার জন্য সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন আদালত। বর্তমানে মামলাটি সদর থানার এসআই রকিবুল হাসানের তদন্তাধীন রয়েছে বলে জানা গেছে।