স্টাফ রিপোর্টার ॥ জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও জেলা আইনজীবি ফোরামের সহ-সাধারণ সম্পাদক এস এম আলী আজগরের পিতার মৃত্যুর ১৯ ঘন্টা পর ইন্তেকাল করেছেন তার মাতা সিদ্দিকা বানু (ইন্নলিল্লাহি—-রাজিউন)।
গতকাল বিকেল ৪টায় শহরের বানিজ্যিক এলাকাস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। গতকাল বাদ এশা শহরের সওদাগর জামে মসজিদে মরহুমার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। নামায শেষে সদর উপজেলার সৈয়দপুর ঈদগাহ মাঠে রাত ৯টায় দ্বিতীয় জানাযা শেষে মরহুমাকে স্বামীর কবরের পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে মরহুমা ২ পুত্র ও ৪ কন্যা সন্তান রেখে যান।
উল্লেখ্য, গত শুক্রবার রাত ৯টায় এস এম আলী আজগরের পিতা শেখ মোঃ আদম আলী ইন্তেকাল করেন। গতকাল বাদ জোহর সওদাগর জামে মসজিদে মরহুমের প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। বাদ আছর সদর উপজেলার সৈয়দপুর গ্রামে দ্বিতীয় জানাযা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দ্বিতীয় জানাযা শুরুর পূর্ব মুহুর্তে ইন্তেকাল করেন মরহুমের স্ত্রী সিদ্দিকা বানু।
বিএনপির ও অঙ্গসংগঠনের শোক
এস এম আলী আজগরের পিতা ও মাতার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল, সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জিকে গউছ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আমিনুর রশিদ এমরান, ডাঃ আহমুদুর রহমান আবদাল, মিজানুর রহমান চৌধুরী, হাজী নূরুল ইসলাম, কামাল উদ্দিন সেলিম, এম জি মোহিত, সাংগঠনিক সম্পাদক এডঃ এনামুল হক সেলিম, জেলা শ্রমিকদল সভাপতি ইসলাম তরফদার তনু, সাধারণ সম্পাদক এস এম বজলুর রহমান, জেলা তাঁতীদলের সভাপতি এডঃ কামরুল হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ আজম উদ্দিন, জেলা আইনজীবি ফোরাম সভাপতি এডঃ সামছু মিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক এডঃ রমিজ আলী প্রমূখ।
হবিগঞ্জ প্রেসক্লাবের শোক
এস এম আলী আজগরের পিতা ও মাতার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, সাধারণ সম্পাদক এডঃ নির্মল ভট্টাচার্য্য রিংক।