স্টাফ রিপোর্টার ॥ নিউজ নেটওয়ার্ক এর উদ্যোগে হবিগঞ্জ প্রেসক্লাবে এনজিও এবং সাংবাদিকদের ৯দিন ব্যাপী প্রশিক্ষণ শেষে গতকাল স্থানীয় পত্রিকার সম্পাদকবৃন্দের সাথে মতবিনিময় এক মতবিনিময় অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নিউজ নেটওয়ার্ক সম্পাদক মোঃ শহীদুজ্জামান, ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের বিশেষ প্রতিনিধি জিয়াউর রহমান, নিউজ নেটওয়ার্কের প্রোগ্রাম অফিসার রেজাউল করিম, দৈনিক প্রতিদিনের বানী সম্পাদক মোঃ শাবান মিয়া, কর্মশালার কো-অর্ডিনেটর মোঃ শামীম আহছান, দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, দৈনিক তরফবার্তা সম্পাদক ফারুক উদ্দিন চৌধুরী, দৈনিক খোয়াইর যুগ্ম সম্পাদক হারুনুর রশীদ চৌধুরী, দৈনিক আয়না সম্পাদক রাশেদ আহমদ খান, দৈনিক আজকের হবিগঞ্জের ভারপ্রাপ্ত সম্পাদক এম এ মজিদ।
মতবিনিময়কালে দু’দফায় ৯দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মমালার সার সংক্ষেপ সম্পাদকবৃন্দকে অবহিত করা হয়।