স্টাফ রিপোর্টার ॥ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি.কে গউছকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক মনোনীত হওয়ায় অভিনন্দন জানিয়ে নবীগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মোশাহিদ আলম মুরাদের সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম সোহেল’র পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক আহবায়ক তৌহিদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মজিদুল করিম মজিদ, পৌর বিএনপির যুব বিষয়ক সম্পাদক জোবায়ের আহমেদ সুমন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জামাল আহমেদ, পৌর ছাত্রদলের সাবেক সহ সভাপতি মাজহারুল ইমলাম, শাহীন বখত চৌধুরী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুজ্জামান চৌধুরী তুহিন, সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম লিংকন, যুবদল নেতা আব্দুল কদ্দুছ, আঙ্গুর মিয়া, ছাত্রদল নেতা ফরহাদ আহমেদ, কপিল আহমেদ, হোমায়ূন আহমেদ, কাজল আহমেদ, জসীম উদ্দিন, সুহেদ আহমেদ, জোলন আহমেদ, সাইফুর রহমান বাবু, আলাল আহমেদ, ফরহাদ হোসেন বাবু, মোঃ নাবিদ মিয়া, সাবের আহমেদ, রাজু আহমেদ, দেলোয়ার হোসেন ছোটন, মোঃ শাফি, সাগর আহমেদ, মোরাদ আহমেদ, ইমন আহমেদ, জয়নাল প্রমূখ।
সভায় বক্তারা বলেন, আজীবন সংগ্রামী গণমানুষের নেতা জি.কে গউছ ভাইকে কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদবী দিয়ে হবিগঞ্জবাসীর হৃদয়ের কথার প্রতিফলন ঘটিয়েছেন বিএনপির চেয়ারপার্সন ৩ বারের সুযোগ্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বক্তারা বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ কেন্দ্রিয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।