স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কে বাহুবলের কল্যাণপুর এলাকায় ট্রাক চাপায় জিয়াউর রহমান (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত জিয়াইর কল্যাণপুর গ্রামের সাবেক মেম্বার আবুল কালামের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার সকাল ১০টার দিকে জিয়াউর রহমান উল্লেখিত স্থান দিয়ে রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে সিলেটগামী একটি মালবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ড ১১-২৫৮৮) চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন মহাসড়ক এক ঘন্টা অবরোধ করে রাখে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে অবরোধ প্রত্যাহার করে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন জানান, ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।