স্টাফ রিপোর্টার ॥ ইউনিটি অব হবিগঞ্জ এর উদ্যোগে গতকাল গরীব ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সংগঠনের সভাপতি সৈয়দ নজরুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ জাদিল উদ্দিন আহমেদ এর পরিচালনায় উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, হবিগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, সাবেক সভাপতি ও হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকার সম্পাদক মোঃ ফজলুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক খোয়াই এর যুগ্ম সম্পাদক হারুন রশীদ চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট নির্মল ভট্টাচার্য্য রিংকু, দৈনিক খোয়াই পত্রিকার ষ্টাফ রিপোর্টার এডভোকেট শাহ ফখরুজ্জামান, চ্যানেল ৭১এর হবিগঞ্জ জেলা প্রতিনিধি শাকিল চৌধুরী। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন-এডভোকেট অমিত রায়, ইঞ্জিনিয়ার সৈয়দ ফাইয়াজ উদ্দিন আহমেদ, এডভোকেট গউছ আলম খান, এডভোকেট জিয়াউর রশীদ টিপু, পদাংক পাল চৌধুরী, ও সংগঠনের প্রেস সেক্রেটারী শেখ মোঃ তানভীর হোসেন, পঙ্কজ দাশ পল্লব, কাজী মুছা, ইঞ্জিনিয়ার নাহাজ আহমেদ, মামুন আলম, মোতাহের হোসেন। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষভাবে সহযোগীতা করেন, যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ এনাম আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ রিয়াজ উদ্দিন আহমেদ, আলাল মহসিন, ফখরুল।