স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরসহ বিভিন্নস্থানে অবৈধ ও চোরাই মোটরসাইকেল বৃদ্ধি পেয়েছে। এতে করে বিভিন্ন অপরাধীরা এসব সাইকেল দিয়ে অপরাধ করছে। বিষয়টি পুলিশের নজরে এলে পুলিশ সুপারের নির্দেশে সদর থানা পুলিশ গতকাল বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের চৌধুরীবাজার, শায়েস্তানগর ট্রাফিক পয়েন্ট ও কোর্ট স্টেশনসহ বিভিন্ন এলাকায় চেকপোষ্ট বসিয়ে মোটর সাইকেল তল্লাশী করে। এ সময় কাগজপত্র বিহীন ও চোরাইকৃত অর্ধশতাধিক মোটরসাইকেল আটক করে। অনেক আরোহী কাগজ নিয়ে আসার কথা বলে সটকে পড়ে।
এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছে। পুলিশ জানায় ইদানিং এক শ্রেণীর চোরাকারবারিরা বিভিন্ন স্টিকার ব্যবহার করে মোটরসাইকেল চালাচ্ছে। ফলে অপরাধীরা ধরাছোয়ার বাইরে রয়ে যায়।