স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের আলমপুর এলাকায় আনাড়ি টমটম চালকের অদক্ষতায় রাহুল (৭) নামের স্কুল ছাত্রের পা ভেঙ্গে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সে ওই গ্রামের বাছির মিয়ার পুত্র। বুধবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত সুত্রে জানা যায়, রাহুল প্রতিদিনকার মতো ওই সময় স্কুলে যেতে বাড়ি থেকে বের হয়। উল্লেখিতস্থানে পৌছলে সে রাস্তা পার হতে গেলে একটি দ্রুতগামী টমটম তাকে ধাক্কা দেয়। এতে সে রাস্তার পাশে ছিটকে পড়ে আহত হয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে।
উল্লেখ্য সম্প্রতি ওই সড়কে অদক্ষ চালকদের দ্বারা টমটম চালাচ্ছে একটি প্রভাবশালী মহল। ফলে প্রতিনিয়তই ওই সড়কে কোন কোন দুর্ঘটনা ঘটছে।