স্টাফ রিপোর্টার ॥ জমিয়তে উলামায়ে ইসলাম, বানিয়াচং উপজেলা শাখার সভাপতি প্রবীন আলেম মাওলানা আব্দুস সাত্তার খান গত সোমবার রাতে নিজ গ্রাম বানিয়াচঙ্গের সাগর দিঘীর পশ্চিম পাড়ের বাড়িতে ইন্তেকাল করেন। মাওলানা আব্দুস সাত্তার পাকিস্তানে, বাংলাদেশেসহ বিভিন্ন স্থানে শিক্ষা অর্জন করেন। এদিকে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ছাত্র জমিয়েতের হবিগঞ্জ জেলা সভাপতি হাফেজ তাফহীমুল হক, সাধারণ সম্পাদক মোহাম্মদ এখলাছুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোহাঃ ফখরুল ইসলাম। নেতৃবৃন্দ সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।