নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি কার্প হ্যাচারী কমপ্লেক্সে রাফি স্মৃতি দৈত্ব ব্যাডমিন্টন প্রতিযোগীতার ফাইনাল খেলা গত শুক্রবার রাতে অনুষ্টিত হয়েছে। উক্ত খেলায় কুর্শি গ্রামের লালশান জুটি বনাম নবীগঞ্জ রাহাত জুটির মধ্যে ফাইনাল খেলা হয়। খেলায় লালশান জুটি বিজয়ী হয়। ৩য় স্থান অর্জন করে নবীগঞ্জের জসিম জুটি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। কুর্শি গ্রামের বিশিষ্ট ব্যক্তি অধ্যাপক জয়নাল আবেদীন খানের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রসমাজের সহ-সভাপতি তোফায়েল আহমদ ছায়েদের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, কুর্শি কার্প হ্যাচারী কর্মকর্তা মোঃ আলম, উপজেলা জাতীয় সাংগঠনিক সম্পাদক এমরান মিয়া, বিশিষ্ট মুরব্বি মাহমদ খান, উপজেলা যুবসংহতির সভাপতি মোঃ সরওয়ার শিকদার, যুগ্ম সম্পাদক নাসির চৌধুরী, ওয়ার্ড আওয়ামলীগের সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, হ্যাচারী সহকারী মোঃ আল আমীন, ছাত্রসমাজের সভাপতি এম এ মতিন চৌধুরী, নবীগঞ্জ ডিগ্রী কলেজ শাখা ছাত্রসমাজের সভাপতি নিয়ামুল করিম অপু, ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক তুহিন চৌধুরী। খেলা তত্বাবধানে ছিলেন, রাহিন খান, রেজুওয়ান শিকদার, হুমায়ুন খান, পাপ্পু চৌধুরী, শেলু মিয়া, তারেক মিয়া প্রমুখ।