স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কম্পাউন্ডে কর্মরত অঞ্জনা নম (১৬) হত্যা মামলায় তৎকালীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী সজল কান্তি দেবকে স্ত্রী-পুত্র সহ কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল বিজ্ঞ আদালত তাদের জেল হাজতে প্রেরণের আদেশ দেন। কারাগারে প্রেরিত অপর আসামীরা হচ্ছে-সজল দেবের দু’স্ত্রী শিউলী দেব ও শিউলী রানী দাস, তার ছেলে অরুপ কান্তি দেব প্রিতম এবং স্বরূপ কান্তি দেব আকাশ।
উল্লেখ্য, ২০১৪ সনের ১৫ নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী সজল কান্তি দেব ও তার পরিবারবর্গ অঞ্জনাকে বাসায় একা রেখে বাহির দিক দিয়ে তালা দিয়ে গ্রামের বাড়ী হবিগঞ্জ জেলা লাখাই উপজেলার করাব গ্রামে একটি বিয়ের অনুষ্টানে চলে যান। বাসার চাবিটি রেখে যান পাশের বাসার বাসিন্দা একই হাসপাতালের মেডিকেল এ্যাসিষ্টেন্ট বিথী রানী বনিকের কাছে। পরদিন ১৬ আগষ্ট সকাল ৯টার দিকে সজল কান্তি দেবের স্ত্রী শিউলী দেব বাসায় এসে অঞ্জনাকে ঘরের ফ্যানের সাথে গলায় ওড়না পেচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে লাশ নামিয়ে হাসপাতালের টিএইচও ডাঃ অর্ধেন্দু দেবকে জানান। খবর পেয়ে নিহত অঞ্জনার বাবা ও আত্মীয় স্বজনরা হাসপাতালের কোয়ার্টারে এসে হাজির হন। পুলিশ সজল কান্তি দেবকে নবীগঞ্জ থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে।
ঘটনার ৩দিন পর ১৯ আগষ্ট নিহত অঞ্জনার পিতা রাজেন্দ্র নম বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। মামলা নং ৩০। এ সময় অঞ্জনা হত্যাকেন্দ্র আন্দোলন দানা বেধে উঠে। মামলা দায়েরের পরপরই আসামীরা আত্মগোপনে চলে যায়।
খোজ নিয়ে জানা যায়, সজল দেবের দুই স্ত্রী দু’জায়গায় বসবাস করতেন। মামলার আসামী ১ম স্ত্রী শিউলী দেব নবীগঞ্জ হাসপাতালের কোয়ার্টারে বসবাস করতেন। আর ২য় স্ত্রী শিউলী রানী দাস বসবাস করেন হবিগঞ্জ শহরের পুরানমুন্সেফী এলাকায় ভাড়া বাসায়। তিনি কখনো নবীগঞ্জ হাসপাতালের কোয়ার্টারে বসবাস করেন নি। তিনি হবিগঞ্জ শহরের হবিগঞ্জ স্কুল এন্ড কলেজ এর সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত। আসামীরা সবাই জামিনে ছিলেন। গতকাল তারা আদালতে হাজিরা দিলে বিজ্ঞ বিচারক তাদের জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।