স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ বিকেজিসি উচ্চ বালিকা বিদ্যালয়ের একটি কক্ষে ফাটল দেখা দিয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় ফ্যান ধ্বসে পড়ে সাদিয়া আক্তার (১৩) নামের এক ৭ম শ্রেণীর ছাত্রী আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থীদের মাঝে আতংক দেখা দিয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের ওই কক্ষটিতে ফাটল দেখা দিয়েছে। ইতোমধ্যে ওই কক্ষের দেয়ালের সিমেন্ট উঠে গেছে। সিমেন্টের টুকুরো পড়ে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। গতকাল শিক্ষার্থীরা ক্লাস করার সময় হঠাৎ একটি চলন্ত ফ্যান পড়ে যায়। এতে সাদিয়া আহত হলেও অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়।