স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার সাতাইয়াল গ্রামে তাসলিমা আক্তার (১৪) নামের এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের আলা উদ্দিনের পুত্র ও স্থানীয় একটি স্কুলের ৮ম শ্রেণীর ছাত্রী। গত সোমবার রাত ১০টায় ঘরের তীরের সাথে তাসলিমার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজন থানায় খবর দিলে এসআই আব্দুর রহমান লাশটি উদ্ধার করে সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন। তবে মৃত্যুর কারণ জানা যায়নি। মঙ্গলবার ময়নাতদন্ত শেষে পরিবারের জিম্মায় লাশ হস্তান্তর করা হয়।