নবীগঞ্জ প্রতিনিধি ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ১০ নং দেবপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংঘটনের উদ্যোগে বিশাল শোকসভা অনুষ্টিত হয়েছে। গতকাল সোমবার বিকেল ৩টায় ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের দেবপাড়া বাজারে অনুষ্টানটি সম্পন্ন হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল মোহিত চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সিনিয়র যূগ্ম আহ্বায়ক শাহ্ গুল আহমদ কাজল ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফজলুল করিমের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি’র বক্তব্যে রাখেন, আওয়ামী লীগ নেতা শাহনেওয়াজ মিলাদ গাজী। এতে বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাবেক সাধারন সম্পাদক ও বাউশা ইউপি চেয়ারম্যান আবু সিদ্দিক, উপজেলা জাপা’র আহবায়ক ডাঃ শাহ্ আবুল খায়ের, উপজেলা আওয়ামী লীগের যূগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, রিজভী আহমেদ খালেদ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলারা হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা নিলুফা ইসলাম, মুক্তিযোদ্ধা বশির মিয়া, আওয়ামীলীগ নেতা তারা মিয়া, হবিগঞ্জ জেলা যুবলীগের অন্যতম নেতা ওয়াহিদুজ্জামান বাবুল, ইউপি সদস্য জুনেদ মিয়া, ইউপি আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান রুকুত, আওয়ামীলীগ নেতা হাজী খুশেদ মিয়া, ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি ও মহিলা মেম্বার রাবেয়া বেগম, উপজেলা যুবলীগ নেতা অনু আহমেদ, উপজেলা কৃষকলীগ নেতা ফরহাদুজ্জামান মুহিত, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা এম.মুজিবুর রহমান, করগাও ইউনিয়ন মহিলা আ’লীগের সভাপতি রেনু বেগম, ইউনিয়ন যুবলীগের আহবায়ক শামীম আহমেদ, যূগ্ম আহবায়ক খরছু আহমেদ সাজু, মনসুর আহমেদ, ক্বারী জাহাঙ্গীর আলম, ফরিদ মিয়া, মধু মিয়া, দুলাল মিয়া, এখলাছুর রহমান খান, আম রউফ, আতিক হাসান নাঈম, নজির মিয়া, আরিফুল ইসলাম হেলাল,আঃ হান্নান,আঃ কদ্দুছ, ছাত্রলীগ নেতা লিটন দেব, সোহাগ বখ্স সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন শ্রেনী পেশার সহস্রাধিক জনতা।