প্রেস বিজ্ঞপ্তি ॥ প্রকৃত উন্নয়ন হচ্ছে মানবসম্পদ উন্নয়ন। আর মানব সম্পদ উন্নয়নের অন্যতম উপাদান হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য ও আর্থসামাজিক উন্নয়ন। হবিগঞ্জ পৌরসভায় ওয়াটার, স্যানিটেশন এন্ড হাইজিন কর্মসূচী সংক্রান্ত এডভোকেসি কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথাগুলো বলেন হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক। গতকাল মঙ্গলবার সকালে হবিগঞ্জ পৌরসভার সভাকক্ষে হবিগঞ্জ পৌরসভার আয়োজনে এবং ব্রাক ওয়াশ কর্মসূচী হবিগঞ্জ সদর উপজেলার সহযোগিতায় অনুষ্ঠিত হয় ওয়াটার, স্যানিটেশন এন্ড হাইজিন কর্মসূচী সংক্রান্ত ‘পৌরসভা এ্যাডভোকেসি কর্মশালা’। হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আহমদুল হক বলেন, স্যানিটেশন সম্পর্কে পুরোনো ধ্যান ধারণা পরিবর্তন করে নতুনভাবে চিন্তা করতে হবে। এক সময় শ্লোগান ছিল ‘পানির অপর নাম জীবন’। এখন বলতে হবে ‘বিশুদ্ধ পানির অপর নাম জীবন’। তিনি বলেন, অনেক সময় গ্রামগঞ্জে দেখা যায় সুন্দর সুন্দর বাড়ীতেও সেফটি ট্যাংকের কানেকশন উন্মুক্ত নদীতে মিশে পরিবেশ দুষিত হচ্ছে। এ ব্যাপারে ব্যাপক গনসচেতনতা সৃষ্টির জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ কামরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর শেখ মোঃ উম্মেদ আলী শামীম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর হবিগঞ্জের প্রকৌশলী মোঃ আব্দুর রাজ্জাক, শিক্ষক এটিএম রেজাউল করিম, ব্যবসায়ী মোহাঃ আব্দুল হাকিমসহ অন্যান্যরা। কর্মশালায় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোহাম্মদ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, খালেদা জুয়েল, অর্পনা বালা পাল, ইউজিপ এর কমিউনিটি মোবিলাইজার লালন শেখসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিবৃন্দ। পাওয়ার পয়েন্টে কর্মশালার বিষয়বস্তুর বিভিন্ন দিক তুলে ধরেন ব্র্যাক ওয়াশ কর্মসূচী কিশোরগঞ্জের জেলা ব্যবস্থাপক কামরুজ্জামান। কর্মশালা উপস্থাপনা করেন জেলা ব্র্যাক প্রতিনিধি ফিরোজ ভূইয়া।