চুনারুঘাট প্রতিনিধি ॥ গ্রীষ্মকালীন আন্ত:স্কুল মহিলা ফুটবলে শুভ সূচনা করেছে চুনারুঘাট উপজেলার তাহের শামছুন্নাহার উচ্চ বিদ্যালয়। বিভাগীয় পর্যায়ে আজ বুধবার দলটি সিলেট জেলা মহিলাদলের সাথে সেমি ফাইনালে মুখোমুখি হচ্ছে। সকাল ১১টায় সিলেট জেলার মাছিমপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলাটি অনুষ্ঠিত হবে। এর আগে গত ২৬শে আগষ্ট তাহের শামছুন্নাহার উচ্চ বিদ্যালয় মহিলা ফুটবল দলটি জেলা পর্যায়ে খেলে হবিগঞ্জ সদর উপজেলার উচাইল উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ান হয়। তাহের শামছুন্নাহার উচ্চ বিদ্যালয় মহিলা ফুটবল দলের এ সাফল্যে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের তাদের উন্নতি কামনা করেন।