চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মোঃ সোলায়মান ও চুনারুঘাট পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম দিলীপ মজুমদার এর বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। এনজিও পাশার নির্বাহী পরিচালক সৈয়দ হুমায়ূন কবির গতকাল সোমবার সকালে চুনারুঘাট প্রেসক্লাব ভবনে এক সংবাদ সম্মেলনে তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিগত ২০০৯ সালের ১৯ ডিসেম্বর যথানিয়মে সেচ কাজের জন্য স্থায়ী বিদ্যুৎ সংযোগের সমীক্ষা ফি ২’শ ৫০ টাকা পরিশোধ করে আবেদন করেন। এ সময় তার নিকট হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির চুনারুঘাট শাখার ডিজিএম উৎকোচ দাবি করেন। কিন্তু উৎকোচ না দেয়ায় আবেদন মঞ্জুর না করে নানাভাবে ঘুষ নেয়ার জন্য চাপ প্রদান করতে থাকেন। এর ২/৩ বছর পর এক পত্রের মাধ্যমে লাইনের মালামালের মূল্য ও অন্যান্য খরচাদিসহ ১ লাখ ৪৪ হাজার ৮শত ৯৩ টাকা এবং নিজ খরচে ৩টি ট্রান্সফরমার ক্রয় করে দিতে বলা হয়। অথচ সরকারি নিয়ম অনুযায়ী ১’শ ফুটের মধ্যে বিদ্যুৎ সংযোগ নিতে এত খরচের প্রয়োজন হয়না। এক পর্যায়ে সৈয়দ হুমায়ুন কবির ডিজিএম এর দাবিকৃত টাকা ও ৩টি ট্রান্সফরমার ক্রয় করে দেন। ডিজিএম তার অসৎ উদ্দেশ্য চরিতার্থ করতে ট্রান্সফরমারগুলোতে কাটআউটের পরিবর্তে সরাসরি ফিউজ দিয়ে সংযোগ সম্পন্ন করেন। এর মূল উদ্দেশ্য ছিল ঝড় তুফানের সময় যাতে ট্রান্সফরমারগুলির ফিউজ নষ্ট হয়ে যায়। বিগত ২০১৪ সালের ২৩ ডিসেম্বর সেচ মৌসুমের সুবিধাপ্রাপ্তির জন্য আবেদন করেন তিনি। কিন্তু ৫ মাস অতিবাহিত হলেও আবেদনটি মঞ্জুর করা হয়নি। পরবর্তীতে চুনারুঘাট শাখার ডিজিএম দিলীপ মজুমদার তার নিকট ২ লাখ টাকা ঘুষ দাবি করেন। ঘুষ দেওয়ার পরও সেচ সংযোগের আবেদনটি অদ্যাবধি মঞ্জুর করা হয়নি। ফলে এলাকার শত শত কৃষক সেচ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।