মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

বাহুবলে শিশু সুলতানাকে ধর্ষণ করে হত্যা করে ৬ নরপশু ॥ আদালতে ঘাতক বাবুলের লোমহর্ষক স্বীকারোক্তি

  • আপডেট টাইম সোমবার, ২৯ আগস্ট, ২০১৬
  • ৫৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার উত্তরসুর গ্রামে ৯ বছরের শিশু সুলতানা হত্যাকান্ডের লোমহর্ষক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ঘাতক বাবুল মিয়া (৩০)। সে বাহুবল উপজেলার হামিদনগর গ্রামের ইছাক মিয়ার পুত্র। গতকাল রবিবার বিকেলে ডিবি পুলিশের এসআই সুদ্বিপ রায় ও আব্দুল করিমসহ একদল পুলিশ কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ কাওছার আহমেদের আদালতে হাজির করলে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। পুলিশ সুত্রে জানা যায়, গত ১৬ আগস্ট দুপুরে দোকানে যাওয়ার কথা বলে উত্তরসুর গ্রামের আফজল মিয়ার কন্যা স্থানীয় প্রাইমারী স্কুলের ৩য় শ্রেণীর ছাত্রী সুলতানা আক্তার (৯) বাড়ি থেকে বের হয়। এ সময় বাহুবল উপজেলার হামিদনগর গ্রামের ইছাক মিয়ার পুত্র বাবুল (৩২), উত্তরসুর গ্রামের মদরিস মিয়ার পুত্র অলি মিয়া (৩৫), মুগকান্দি গ্রামের ইছাক মিয়ার পুত্র সিজিল মিয়া (৩২), হামিদনগর গ্রামের আব্দুস ছামাদের পুত্র সিজিল (২৮), মুখলেছ, শামীম সুলতানাকে গামছা দিয়ে মুখ বেধেঁ তুলে নিয়ে যায়। ওইদিন রাতে বাবুলের বাড়িতে নিয়ে সকলে মিলে ধর্ষণ করে। এক পর্যায়ে অতিরিক্ত রক্তক্ষরণে সুলতানা মারা যায়। দুইদিন বাবুলের বাড়িতেই লাশটি লুকিয়ে রাখা হয়। পরে লাশ পঁচে গন্ধ ছড়ালে ১৯ আগষ্ট দুপুরে উত্তরসুর গ্রামের ফজলু মিয়ার ধানক্ষেতে সুলতানার লাশ ফেলে দেয়। এ দৃশ্যটি বাবুলের ভাবি দেখে ফেলেন। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। সুলতানার স্বজনরা থানায় গিয়ে লাশটি সনাক্ত করেন। ঘাতক বাবুল তার স্বীকারোক্তিতে আরো জানায়, গত ইউপি নির্বাচনে বাবুলের ভাই এলাছ মিয়া ও সুলতানার চাচা মেম্বার পদে নির্বাচন করে। এতে দুইজনই পরাজিত হয়। আর এলাছ মিয়ার পরাজয়ের পেছনে সুলতানার চাচা ও পিতার হাত রয়েছে এমন ধারণায় সে ক্ষিপ্ত হয়ে উঠে এবং ওই ঘটনা ঘটায়। উল্লেখ্য, গত শনিবার ভোরে ডিবি পুলিশ অভিযান চালিয়ে বাবুল ও এ মামলার অন্যতম আসামী আব্দুস সামাদের পুত্র সিজিল মিয়াকে আটক করে। এ দিকে এ ঘটনায় গতকাল রবিবার রাত ৮টায় পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আসম শামসুর রহমান ভূইয়া বলেন, গত ১৬ আগস্ট ঘাতকরা ওই শিশুটিকে তুলে নিয়ে বাবুল ওরপে বাবলুর বাড়িতে ধর্ষণ করে। এক পর্যায়ে সে মারা যায়। তিনদিন লাশ লুকিয়ে রাখার পর ১৯ আগস্ট সকালে উত্তরসুর গ্রামের ফজলু মিয়ার ধানের জমিতে লাশ রেখে পালিয়ে যায়। এ ঘটনায় ব্যবহৃত সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। খুব শীঘ্রই অপর আসামীদের গ্রেফতার করা হবে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার সাজিদুর রহমান, রাসেলুর রহমান, এএসপি হেডকোয়ার্টার সুদিপ্ত রয়, ডিবির ওসি কেএম আজিমিরীজ্জামান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com