প্রেস বিজ্ঞপ্তি ॥ আউশকান্দি র.প উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্নিং বডির সভাপতি পদে মনোনীত হয়েছেন অত্র কলেজের সাবেক দাতা প্রতিনিধি ও বিশিষ্ঠ সমাজ সেবক হাজী সুহুল আমিন। আউশকান্দি গভর্নিং বডির সভাপতি পদে হাজী সুহুল আমিন সহ অপর দুইজনের নামসহ তিন জনের নাম স্থানীয় সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু’র পরামর্শক্রমে অত্র স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ লুৎফুর রহমান সিলেট শিক্ষা বোর্ড বরাবরে আবেদন প্রেরণ করেন। এর প্রেক্ষিতে গতকাল রবিবার সিলেট শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আউশকান্দি র.প উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্নিং বডির সভাপতি পদে হাজী সুহুল আমিনকে চূড়ান্ত অনুমোদন দেন। সিলেট শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।