স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের ইমামবাড়ি বাজারে নিয়ন্ত্রণ হারানো যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি সিএনজি দোকানে ঢুকে গেলে ৩ জন আহত হয়েছেন। তবে অল্পের জন্য বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে দোকান মালিক। গতকাল বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে-বিকেল ৪টার দিকে হবিগঞ্জ থেকে নবীগঞ্জগামী যাত্রীবাহী একটি বাস (চট্রগ্রাম-ব-৯৯৯৬) ইমামবাড়ি বাজারে পৌছার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় নিয়ন্ত্রণ হারানো বাসটি সড়কের পাশে দাড়ানো একটি সিএনজিকে ধাক্কা দিলে সিএনজিটি জসিম বিরানী হাউজে আঘাত করে। এতে ৩ জন আহত হয়। এ সময় চালক পালিয়ে যায়।