স্টাফ রিপোর্টার ॥ বাহুবলের মিরপুর বাজারে মামলা তুলে না নেয়ায় প্রকাশ্যে মুক্তিযোদ্ধা আব্দুর রহমান (৬৫) উপর হামলা চালিয়ে পা ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনা নিয়ে মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। গতকাল শনিবার রাত ৮টায় মিরপুর বাজারে শাপলা মার্কেটের নিকট এ ঘটনাটি ঘটে।
আহত সূত্রে জানা যায়, মিরপুর এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান চন্দিছরি গ্রামের সুন্দর আলীর পুত্র আব্দুল আহাদের নিকট টাকা পাওয়ানা ছিল। টাকা না দেয়ায় এ ব্যাপারে তিনি আব্দুল আহাদের উপর আদালতে মামলা দায়ের করলে আব্দুল আহাদ ক্ষিপ্ত হয়ে উঠে। পরে তিনি জান মালের নিরাপত্তার জন্য ১০৭ ধারা মামলা দায়ের করেন। আব্দুল আহাদ ও তার ভাই জমরুত মিয়া আদালতে তাদের উপর হামলা করবে না মর্মে অঙ্গীকার করে। কিন্তু এরপর তারা আরও ক্ষিপ্ত হয়ে উঠে। গতকাল ওই সময় আব্দুর রহমানকে শাপলা মার্কেটের নিকট একা পেয়ে আহাদ, জমরুত মিয়াসহ একদল লোক হামলা চালায়। এক পর্যায়ে তাকে পিটিয়ে আহত করে পা ভেঙ্গে দেয়। স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছে।