আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে যুবলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী আলোচনা সভা ও অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আদাঐর ইউপি চেয়ারম্যান উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য এডঃ মাহবুব আলী। পৌর যুবলীগ সভাপতি সাব্বির হাসানের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রিয় যুবলীগের নির্বাহী সদস্য মোঃ মিছির আলী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী। অন্যান্যদেও মাঝে বক্তব্য রাখেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসরাফুল ইসলাম টিটু, উপজেলা আউয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদ বিন ইসলাম, একরামূল আলম লেবু, সুরনজিৎ রায়, অলী আহাদ, হাজি তাহের মিয়া, মিজানুর রহমান, আবুল কাশেম, জুয়েল খান, বিল্লাল হোসেন খান, হৃদয় পাঠান উজ্জল প্রমূখ।