শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রতিবাদে মানববন্ধন করেছে সাংবাদিকরা। গতকাল শুক্রবার সকাল ১১টায় প্রেসক্লাব ভবনের সামনে এ মানববন্ধনের আয়োজন করে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব।
ক্লাবের সভাপতি মোঃ আব্দুর রকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদের সঞ্চালনায় এ মানববন্ধনে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ পৌর জঙ্গী ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির সভাপতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট হুমায়ূন কবীর সৈকত, সাবেক সভাপতি অধ্যাপক ফিরুজুল ইসলাম চৌধুরী, সাবেক সভাপতি সমুজ আলী আহম্মদ, নুরপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আমির ফারুক তালুকদার, শাহজালাল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবু তাহের তালুকদার, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক নওরোজুল ইসলাম চৌধুরী, শায়েস্তাগঞ্জ পৌর জঙ্গী ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ডাঃ ছোরাব আলী, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মতিউর রহমান, শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য মোঃ আব্দুর রাজ্জাক, প্রেসক্লাবের সহ-সভাপতি সমিরন চক্রবর্তী শংকু, যুগ্ম সম্পাদক মঈনুল হাসান রতন, কোষাধ্যক্ষ সৈয়দ আখলাখ উদ্দিন মনসুর, প্রচার সম্পাদক এম শামীম চৌধুরী, দৈনিক শায়েস্তাগঞ্জ পত্রিকার সম্পাদক সাখাওয়াত হোসেন টিটু, নির্বাহী সম্পাদক মিজানুর রহমান সুমন, যুবলীগ নেতা আর এইচ শাহীন, ছাত্রলীগ নেতা মতিউর রহমান সেজু, শিক্ষক সাইফুল ইসলাম, ইদ্রিছ লস্কর, সাংবাদিক কামরুল হাসান, শাহিন আহমেদ ও সাংস্কৃতিক কর্মী আল আমিন, প্রমুখ।