বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে জামায়াত নেতার মামলায় আওয়ামীলীগ নেতা সাইফুল চৌধুরী ও সন্তোষ দাশ গ্রেফতার খাদ্য সামগ্রী বিতরণকালে জিকে গউছ ॥ আওয়ামীলীগ সীমালঙ্গন করেছিল বলেই চরম ভরাডুবি হয়েছে ॥ এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে সরেজমিন তদন্ত না করেই আদালতে প্রতিবেদন ॥ বানিয়াচঙ্গে পাওনা টাকা ফেরত না দিয়ে এক ব্যবসায়ীকে মামলা দিয়ে হয়রানির অভিযোগ লাখাইয়ে পুলিশ অভিযানে গাঁজাসহ ৩ আসামী গ্রেপ্তার কারাগারে থেকেও বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় আসামী হলেন ব্যবসায়ী আরেফিন রিয়াদ বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল হান্নান চৌধুরী বৃত্তি প্রদান অনুষ্ঠিত চা-বাগানে দুর্দিন ॥ প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্যে মিরপুর সড়কে টমটম উল্টে শিশু নিহত সাংবাদিক ও সংগীত শিল্পী সঞ্জীব চৌধুরী ১৭তম প্রয়াণ দিবসে স্মরণ সভা অনুষ্টিত চুনারুঘাট ও মাধবপুরে ৩ মাদক ব্যবসায়ী আটক

হবিগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ আগস্ট, ২০১৬
  • ৪৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে স্থানীয় শ্রীশ্রী মহাপ্রভু আখড়া প্রাঙ্গণ থেকে শোভাযাত্রার উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। এ সময় তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি দেশ। বর্তমান সরকার মসজিদ মক্তবের যেমন উন্নয়ন করছে, তেমনি মঠ-মন্দিরের উন্নয়নও করছে। এদেশে সকলের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে আওয়ামীলীগ সরকার বদ্ধপরিকর। যারা ষড়যন্ত্র করে দেশের শান্তি নষ্ট করতে চায়, তাদেরকে প্রতিহত করতে হবে। শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সফিউল আলম, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, ইসকন অধ্যক্ষ উদয় গৌর দাস ব্রহ্মচারী, জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি অ্যাডভোকেট পূণ্যব্রত চৌধুরী বিভু, সাধারণ সম্পাদক অনুপ কুমার দেব মনা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি অ্যাডভোকেট অহীন্দ্র কুমার দত্ত চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট স্বরাজ রঞ্জন বিশ্বাস, অ্যাডভোকেট নলিনী কান্ত রায় নীরু, শংখ শুভ্র রায় প্রমূখ। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শ্রীশ্রী মহাপ্রভু আখড়া প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় ইসকনসহ বিভিন্ন আখড়া, মন্দির ও ধর্মীয় সংগঠনসহ অসংখ্য নারী-পুরুষ অংশগ্রহন করেন।
এদিকে শান্তিপূর্ণ ভাবে আনন্দঘন পরিবেশে শোভাযাত্রা অনুষ্ঠিত হওয়ায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ অংশগ্রহণকারী সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহবায়ক অশোক রায় মঙ্গল ও সদস্য সচিব কাউন্সিলর গৌতম কুমার রায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com