স্টাফ রিপোর্টার ॥ সিএসও এবং এনজিও প্রতিনিধিদের ৪ দিনব্যাপী মিডিয়া প্রশিক্ষণ কর্মশালা গতকাল বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাবে সমাপ্ত হয়েছে। এতে বিভিন্ন সংস্থার ১৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। জাতিসংঘ ডেমোক্রেসি ফান্ড এর সহযোগিতায় নিউজ নেটওয়ার্ক এই কর্মশালার আয়োজন করে। নিউজ নেটওয়ার্ক এর প্রধান নির্বাহী শহীদুজ্জামান কর্মশালাটি পরিচালনা করেন। তাকে সহায়তা করেন একই সংস্থার প্রোগ্রাম কর্মকর্তা রেজাউল করিম। ৪ দিনব্যাপী কর্মশালায় গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ে জাতিসংঘ ঘোষিত বিভিন্ন কর্মসূচির উপর বিস্তারিত আলোচনা হয়। প্রশিক্ষণার্থীরা নিজেদের মধ্যে ৩টি দলে ভাগ হয়ে হবিগঞ্জের প্রেক্ষাপটে বিভিন্ন সমস্যা তুলে ধরেন। কর্মশালার মধ্যে একদিন ছিল মাঠ পর্যায়ে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ। এ সমস্ত তথ্য উপাত্ত দিয়ে দলভিত্তিকভাবে বেশ কয়েকটি সচিত্র রিপোর্ট উপস্থাপন করা হয়। বিশেষ করে মানবাধিকার লংঙ্ঘ বিষযে বেশ কিছু রিপোর্ট উপস্থাপন করা হয়। নারীর উপর নানা ধরনের সহিংসতা নিয়েও কর্মশালায় বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা তাদের পেশাগত কাজে নানা ধরনের অভিজ্ঞতাও কর্মশালায় উপস্থাপন করেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ ফজলুর রহমান। কর্মশালার সমন্বয়কের দায়িত্বে ছিলেন দৈনিক খোয়াই সম্পাদক শামীম আহছান।