প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদের সাবেক খতিব মাওলানা আলাউদ্দিন আখঞ্জি নিহত হওয়ায় শোক সভা ও মিলাদ মাহফিল করেছেন জাতীয় প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সমিতি। গতকাল বিকাল ৩টার দিকে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ মিলাদ মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সমিতি হবিগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা নূরুল আমিন।
সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা কাজী নাজমুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, অধ্যক্ষ মাওলানা আব্দুর নূর, মাওলানা গোলাম মোস্তাফা নবীনগরী, আলহাজ্ব মুফতি এম এ মজিদ ফিরোজপুরী, মাওলানা সৈয়দ আজহার আহমদ, মাওলানা কাজী জসিম উদ্দিন চৌধুরী, মাওলানা কাজী নাছির উদ্দিন আখঞ্জি, মাওলানা ক্বারী তৈয়ব আলী, মাওলানা সৈয়দ আহমদ, মাওলানা কামরুল হাসান চৌধুরী, মাওলানা আব্দুর নূর, মাওলানা কামাল উদ্দিন ভূইয়া, মাওলানা দরবেশ আলী, মাওলানা মইনুল ইসলাম, ক্বারী সামছু উদ্দিন, মাওলানা আবু তাহের, মাওলানা আব্দুল মান্নান, ক্বারী তৈয়বুর রহমান, আলহাজ্ব মাওলানা সুফি মিয়া, মাওলানা ইউনুছ আহমদ, মাওলানা সফিকুল ইসলাম জালালী, মাওলানা কাজী আব্দুল হাই, মাওলানা আব্দুল মোতালিব, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা আব্বাস আলী, কাজী আব্দুল করিম প্রমূখ। বক্তাগণ, শহীদ মাওলানা আলাউদ্দিন আখঞ্জির হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য যুক্তরাজ্যের প্রেসিডেন্ট বারাক ওবামার নিকট দাবী জানান। আলোচনা সভা শেষে শহীদ মাওলানা আলাউদ্দিন আখঞ্জির রূহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা নূরুল আমিন।