প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার পশ্চিম বড় ভাকৈর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে গরীব অসহায় দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে আনন্দ ক্লাব। গতকাল শুক্রবার বিকালে স্থানীয় হলিমপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ৮০ টি দরিদ্র পরিবারের মধ্যে এ শীত বস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সুজিত চক্রবর্তী। স্কুল শিক্ষক আশিস দাশের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সমর চন্দ্র দাশ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী। বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা মুক্তার আলী তালুকদার, সমাজ সেবক লক্ষী কান্ত দাশ, ননী গোপাল দাশ, শশাংক দাশ প্রমূখ।