স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ আদালত প্রাঙ্গণে আসামীর জামিন চাওয়া নিয়ে আইনজীবি ও তার লোকজনের হামলায় দুই আইনজীবিসহ ৫জন আহত হয়েছে। এ ঘটনায় আলমগীর চৌধুরী (২৫) ও শহীদ মিয়া নামের সাবেক মেম্বারকে আটক করে পুলিশ। এ ছাড়া অভিযুক্ত আইনজীবিকে সমিতির পক্ষ থেকে সতর্ক করে দেয়া হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত দফায় দফায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও আহত সুত্র জানায়, চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের শামীম মিয়ার স্ত্রী মাদকসেবী জানু বেগমকে চুনারুঘাট থানা পুলিশ আটক করে মঙ্গলবার কোর্টে প্রেরণ করে। যার মামলা নং-জিআর ২০৮/১৬। জানু বেগমের নিয়োজিত আইনজীবি আতাউর রহমান রবিন জামিনের জন্য ওকালত নামায় স্বাক্ষর নেন। কিন্তু কোর্টের সময় শেষ হয়ে যাওয়ায় জামিনের আবেদন করতে পারেননি তিনি। কিছুক্ষণ পর হাজতে গিয়ে আইনজীবি ফারুকুর রহমান মাদকসেবী জানু আক্তারকে বলেন তার জামিন হয়েছে, এ জন্য ওকালত নামায় স্বাক্ষর দিতে হবে। জানু ওকালত নামায় স্বাক্ষর দেয়। বিষয়টি রবিনের নজরে এলে তিনি ফারুকের নিকট এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে যান। এতে ফারুকুর রহমান ক্ষিপ্ত হয়ে উঠেন। এ সময় দুই জনের মাঝে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এর কিছুক্ষণ পর ফারুকুর রহমানের লোকজন ও তার পুত্র রাব্বি আদালত প্রাঙ্গণে এসে রবিনের উপর হামলা চালায়। এতে তিনি আহত হন। এ সময় অন্যান্য আইনজীবি ও সহকারিরা ফারুকের লোকজনকে ধাওয়া করলে তারা পালিয়ে যায়। তখন দানকারী আলমগীর চৌধুরী ও শহীদ মিয়া নামের দুই ব্যক্তিকে কোর্ট পুলিশ আটক করে। পরে ফারুকের পুত্র রাব্বি আরো লোকজন নিয়ে পুরান পৌরসভা সড়কে রবিনের চেম্বার ভাংচুর করে। এ সময় আইনজীবি শিবলি খায়ের ও আইনজীবি সহকারি সাহারাজ বাঁধা দিলে তার উপর হামলা চালায়। এতে তারা আহত হয়। আহত রবিন ও শিবলী খায়েরকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনা আদালত প্রাঙ্গনে হট্টগোল শুরু হয়। লোকজন আতংকে ছুটাছুটি করে। এতে আরো কয়েকজন আহত হয়। কোর্ট এলাকার দোকানপাট বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও আইনজীবিদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এ সময় তাৎক্ষনিক আইনজীবিরা এক সভায় মিলিত হন। সভায় সিদ্ধান্ত হয় রবিন বাদি হয়ে ফারুক ছাড়া তার পুত্র রাব্বিসহ অন্যান্যদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করবেন। সভায় ন্যাক্কারজনক ঘটনার জন্য এডঃ ফারুককে সতর্ক করে দেয়া হয়। কয়েকজন আইনজীবি জানান, ফারুক থানা হাসপাতালে মামলা হস্তগত করতে গিয়ে প্রায়ই বাকবিতন্ডায় লিপ্ত হন। এ ব্যাপারে আইনজীবি সমিতির সভাপতি আব্দুল মোছাব্বির জানান, ফারুককে সতর্ক করে দেয়া হয়েছে এবং তার পুত্র ও হামলাকারীদের বিরুদ্ধে মামলা করা হবে। আগামী সাধারণ সভায় ফারুকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। কোর্ট ইন্সপেক্টর কামাল আহমেদ জানান, আলমগীর চৌধুরী ও শহীদ মিয়া নামের ২ জনকে আটক করা হয়েছে। তবে কোন অভিযোগ না থাকায় মুচলেকায় তাদেরকে অভিভাবকরা ছাড়িয়ে নিয়ে যায়। এ ঘটনায় আইনজীবিদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।