স্টাফ রিপোর্টার ॥ শহরে মোটরসাইকেল চুরির অভিযোগে শামীম আহমেদ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শামীম হবিগঞ্জ পৌর এলাকার তেঘরিয়া গ্রামের সিরাজ আলীর ছেলে। গতকাল সন্ধ্যায় হবিগঞ্জ থানার পিএসআই মাসুদ তেঘরিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। হবিগঞ্জ শহর থেকে একটি মোটরসাইকেল চুরির মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।