স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ের সাগর দিঘীর অবৈধ লীজ দেয়া নিয়ে জেলা প্রশাসক বরাবরে অভিযোগ করেছেন স্থানীয় এক ভুক্তভোগী। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসক বরাবরে এলাকাবাসীর পক্ষে লিখিত অভিযোগটি দাখির করেছেন বাবুর মিয়া
সাগরদিঘীর পাড়ের বাসিন্দা বাবুল মিয়া। অভিযোগে প্রকাশ, বানিয়াচংয়ের সরকারি সাগর দিঘী ১ বছরের জন্য লিজ দিয়েছে বিএনপি নেতা মোঃ ইস্পাহানী ও তার সঙ্গীয় প্রভাবশালী চক্র। গত ৫ আগস্ট ইস্পাহানী লিজ দেওয়ার আহ্বান করে। এ সভার মাধ্যমে কমিটির সচিব ইস্পাহানী ৩২ লাখ টাকায় সরকারি এ দীঘি এক বছরের জন্য পশ্চিম পাড়ের সিজিল, ইজ্জত আলী, দক্ষিণ পাড়ের জালাল মিয়া, ছামির উল্লা, উত্তর পাড়ের জাহাঙ্গীর, পূর্ব পাড়ের শাহজাহান মেম্বারসহ ১০/১২ জনের নিকট লিজ দেয়। অথচ উক্ত সাগর দীঘিতে অতীতে প্রায় ১ কোটি টাকার
মাছ বিক্রি হয়েছে। এতে চার পাড়ের বাসিন্দারা অতিরিক্ত আয় থেকে বঞ্চিত হয়েছে। অভিযোগে আরো উল্লেখ্য করা হয়, বিএনপি নেতা ইস্পাহানী এবং তাদের সহযোগী কেনু মিয়া, জালাল মিয়া, ইজ্জত আলী, জাহাঙ্গীর, বিপুলসহ ২০/২৫জন লোক এই চক্র দীর্ঘদিন থেকে সরকারি সাগর দীঘি ভোগ দখল করে খাচ্ছে। তাদের বিরুদ্ধে প্রতিবাদ করলে চলে আসে নির্যাতন। ইস্পাহানী, জাহাঙ্গীর ও ছামির উল্লার নিকট সরকারের ফান্ডে কর হিসেবে জমা দেয়ার জন্য প্রতি বছর ১৫ লাখ টাকা জমা রাখা হয়। এভাবে করের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই চক্র। সরকারকে দেওয়ার নাম করে এই চক্র বিত্তশালী হয়ে উঠেছে। এই চক্র সাগর দীঘির মাছ চুরি, মাটি বিক্রি এবং অবৈধ দখল দারিত্বের সাথে সম্পৃক্ত।
অভিযোগকারী সাগর দীঘির সরকারি সম্পদ রক্ষায় সহযোগী হিসেবে প্রশাসনের করেন এবং ১নং খাস খতিয়ানভূক্ত জায়গা প্রতিবছর বিএনপি নেতা ইস্পাহানীর নেতৃত্বাধীন কমিটি যাতে ৩২ লাখ টাকায় লিজ দিতে না পারে এবং প্রতি বছর এর কোটি টাকার মাছ চুরি রোধকল্পে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এছাড়া সঠিক তদন্তের মাধ্যমে লিজদাতাদের জিজ্ঞাসাবাদ, লিজের টাকা কিভাবে বন্টনের হিসাবসহ সরকারি ফান্ডে কর হিসেবে জমা দেয়ার জন্য রাখা ১৫ লাখ টাকার সঠিক হিসাব নেয়ার দাবি জানানো হয় এবং সরকারি সম্পদ রক্ষায় মাছ চুরিতে ব্যবহৃত জাল নৌকা থানার হেফাজতে নেওয়ার মাধ্যমে কঠোর হস্তক্ষেপ কামনা করা হয়।